নারদকাণ্ড: মধ্যমগ্রামের বাড়িতে গিয়ে কাকলি ঘোষ দস্তিদারের জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের, অস্বীকার সাংসদের

Continues below advertisement

মধ্যমগ্রাম: নারদকাণ্ড নিয়ে চাপানউতোর তুঙ্গে। ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে কাকলি ঘোষ দস্তিদারকে, দাবি সিবিআই-এর। বাড়িতে কেউ আসেনি বলে পাল্টা দাবি তৃণমূল সাংসদের। সিবিআই সূত্রে খবর, শুক্রবার দুপুর ১টা ২০ নাগাদ নিজাম প্যালেস থেকে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের বাদু রোডে তৃণমূল সাংসদের বাড়িতে যান এক মহিলা সহ তিন গোয়েন্দা। সিবিআই-এর দাবি, নারদকাণ্ডের ভিডিও দেখিয়ে প্রায় চার ঘণ্টা জিক্ষাসাবাদ করা হয় কাকলি ঘোষ দস্তিদারকে। সূত্রের খবর, তৃণমূল সাংসদের কাছে জানতে চাওয়া হয়, ম্যাথ্যু স্যামুয়েলের কাছ থেকে কেন টাকা নিয়েছিলেন? নারদ নিউজের সিইও-র সঙ্গে কে আলাপ করিয়ে দেন? টাকা নেওয়ার সময় আর কে কে ছিলেন? সিবিআই সূত্রে খবর, বার বার ফোন করেও না পাওয়া যাওয়ায় বুধবার রাতে ইমেল করে নোটিস পাঠানো হয় তৃণমূল সাংসদকে। কিন্তু তিনি নিজাম প্যালেসে আসতে পারবেন না জানিয়ে সিবিআই-কে তাঁর বাড়িতে যেতে বলেন। সেই মতোই এদিন সাংসদের বাড়িতে যায় সিবিআই। নোটিস পাওয়ার কথা স্বীকার করলেও সিবিআই-এর বাড়িতে আসার কথা স্বীকার করেননি কাকলি। বলেন, নোটিস পেয়েছি, তবে বাড়িতে কেউ আসেনি। অন্যদিকে, নারদকাণ্ডে মহামেডান স্পোর্টিং ক্লাবের দিকে নজর সিবিআইয়ের। গোয়েন্দাদের দাবি, তৃণমূল বিধায়ক তথা কলকাতা পুরসভার ডেপুটি মেয়র ইকবাল আহমেদ জানান, মহামেডান স্পোর্টিং ক্লাবকে অনুদান হিসেবে ওই টাকা দেন ম্যাথ্যু স্যামুয়েল। সেই টাকা ক্লাবকে দিয়ে দেওয়া হয়েছে। ইকবালের এই দাবির সত্যতা খতিয়ে দেখতে মহামেডান স্পোর্টিং ক্লাবকে নোটিস পাঠিয়েছে সিবিআই। নির্দেশ দেওয়া হয়েছে, অডিট রিপোর্ট সহ অন্যান্য নথি পেশ করার।

Continues below advertisement
Sponsored Links by Taboola