কলকাতা: নারদকাণ্ডে সিবিআই দফতরে হাজির ফিরহাদ হাকিম। দু’ দফায় ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ। অন্যদিকে, হাজিরার জন্য আরও সময় চাইলেন শুভেন্দু অধিকারী।
সোমবার সকাল ১০টা নাগাদ নিজাম প্যালেসে হাজির হন ফিরহাদ হাকিম। সকাল ১১টা থেকে শুরু হয় জিজ্ঞাসাবাদ।
সিবিআই সূত্রে খবর, ২ দফায় প্রায় ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় পুর ও নগরোন্নয়নমন্ত্রীকে। প্রথম দফায় রেকর্ড করা হয় বয়ান। দ্বিতীয় দফায় নারদের ফুটেজ দেখিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চান গোয়েন্দারা।
সূত্রের খবর, নারদের স্টিং ফুটেজ দেখিয়ে ফিরহাদের কাছে সিবিআই জানতে চায়, ম্যাথ্যু স্যামুয়েলের সঙ্গে কে বা কারা পরিচয় করিয়ে দিয়েছিলেন? কী বলে নিয়ে এসেছিলেন? ম্যাথ্যু স্যামুয়েলের সঙ্গে কী কথা হয়েছিল? কেন টাকা নিয়েছিলেন? যে জায়গায় টাকা নেওয়া হয়েছে সেই জায়গাটি কোথায়? প্রত্যক্ষদর্শী কারা ছিল?
সিবিআই সূত্রে খবর, ফিরহাদ বলেন, তিনি নিজে কোনও টাকা নেননি। একটি পুজো কমিটির এক সদস্য ডোনেশন হিসেবে ওই টাকা নিয়েছেন। সিবিআই সূত্রে খবর, ওই ক্লাবের কাছে ডোনেশনের নেওয়ার নথি চাওয়া হবে।
নারদকাণ্ডে এখনও পর্যন্ত ১৩ জনের নামে এফআইআর করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে ১২ জনকে। সিবিআই সূত্রে খবর, এদিন শুভেন্দু অধিকারীর আইনজীবীরা নিজাম প্যালেসে গিয়ে আরও সময় চেয়ে আবেদন করেন। সেই আবেদন খারিজ করে বলে দেওয়া হয়, আর সময় দেওয়া যাবে না। এই সপ্তাহেই পরিবহণমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই।
১৩ জনকে জিজ্ঞাসাবাদের পর সিবিআই-এর তরফে রিপোর্ট জমা দেওয়া হবে কলকাতা হাইকোর্টে।
নারদকাণ্ড: ফিরহাদ হাকিমকে জেরা সিবিআইয়ের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Sep 2017 09:11 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -