কলকাতা: দক্ষিণেশ্বরে মদন মিত্রের ফ্ল্যাট, হলদিয়ায় প্রাক্তন সাংসদ শুভেন্দু অধিকারীর অফিসের পর এবার ইকবাল আহমেদের হোটেল ও প্রয়াত সুলতান আহমেদের পার্ক সার্কাসের অফিসেও অভিযান সিবিআইয়ের।
মঙ্গলবার সকাল ১১.৩০টা নাগাদ নারদকাণ্ডের তদন্তে ঘটনার পুনর্নির্মাণ করতে ইকবাল আহমেদকে সঙ্গে নিয়ে তাঁর হোটেলে যান সিবিআই আধিকারিকরা। তৃণমূল বিধায়ক তথা কলকাতা পুরসভার ডেপুটি মেয়রের হোটেলের বিভিন্ন অংশের ছবি তোলেন তদন্তকারীরা।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ২০১৪-র এপ্রিল ও মে মাসে এই হোটেলে ছিলেন ম্যাথ্যু স্যামুয়েল। এখানে ইকবাল আহমেদের সঙ্গে ম্যাথ্যুর বৈঠক হয়। এই হোটেলেই নারদ নিউজের সিইও ৫ লক্ষ টাকা দিয়েছিলেন বলেও দাবি গোয়েন্দাদের।
এছাড়াও ম্যাথ্যুর সঙ্গে ইকবাল আহমেদ একাধিক নেতা-মন্ত্রীর ফোনে কথা বলিয়ে দিয়েছিলেন বলে অভিযোগ। কাদের সঙ্গে কথা বলিয়েছিলেন তা জানার চেষ্টা করা হচ্ছে বলে সিবিআই সূত্রের খবর।
ইকবাল আহমেদের হোটেল থেকে বেরিয়ে, প্রয়াত তৃণমূল সাংসদ সুলতান আহমেদের পার্ক সার্কাসের অফিসেও যান তদন্তকারীরা।