কলকাতা: নারদকাণ্ডে এবার মদন মিত্রকে তলব করল সিবিআই। ইডি-র পর সিবিআই-এর নোটিস শুভেন্দু অধিকারীকে।
সিবিআই সূত্রের খবর, আগামী শুক্রবারের মধ্যে দু’জনকেই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। নারদ-এর স্টিং ফুটেজ দেখিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে। গোয়েন্দা সূত্রে খবর, দু’জনের কাছ থেকেই জানতে চাওয়া হতে পারে, কেন টাকা নিয়েছিলেন? সেই টাকা কী হল? কী ধরনের সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ম্যাথ্যু স্যামুয়েলকে?
সিবিআই সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় দু’জনেরই বয়ান রেকর্ড করবেন গোয়েন্দারা। নারদকাণ্ডে সোমবারই শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদ করেন ইডির গোয়ান্দারা। এবার তাঁকে ডেকে পাঠাল সিবিআই। তলব মদন মিত্রকেও।
নারদকাণ্ড: মদন মিত্র ও শুভেন্দু অধিকারীকে তলব সিবিআইয়ের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Sep 2017 10:10 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -