কলকাতা: নারদকাণ্ডে এবার মদন মিত্রকে তলব করল সিবিআই। ইডি-র পর সিবিআই-এর নোটিস শুভেন্দু অধিকারীকে।
সিবিআই সূত্রের খবর, আগামী শুক্রবারের মধ্যে দু’জনকেই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। নারদ-এর স্টিং ফুটেজ দেখিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে। গোয়েন্দা সূত্রে খবর, দু’জনের কাছ থেকেই জানতে চাওয়া হতে পারে, কেন টাকা নিয়েছিলেন? সেই টাকা কী হল? কী ধরনের সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ম্যাথ্যু স্যামুয়েলকে?
সিবিআই সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় দু’জনেরই বয়ান রেকর্ড করবেন গোয়েন্দারা। নারদকাণ্ডে সোমবারই শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদ করেন ইডির গোয়ান্দারা। এবার তাঁকে ডেকে পাঠাল সিবিআই। তলব মদন মিত্রকেও।