কলকাতা: নারদকাণ্ডে ফের সিবিআই-তলব। কাল ডাক মেয়রকে, পরশু সৌগত রায়কে। হাজিরা না দেওয়ায় শোভনের স্ত্রীকে শো-কজ আয়কর দফতরের। উত্তর না দিলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি।
নারদকাণ্ডে সৌগত রায়কে দ্বিতীয়বার তলব করল সিবিআই। সূত্রের খবর, ৩১ অগাস্ট সকাল ১১টায় নিজাম প্যালেসে তৃণমূল সাংসদকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। জানতে চাওয়া হতে পারে, ম্যাথ্যু স্যমুয়েলের কাছ থেকে কী কারণে এবং কোন প্রতিশ্রুতির বিনিময়ে টাকা নিয়েছিলেন? এর আগেও সৌগত রায়কে তলব করে সিবিআই। কিন্তু সংসদের অধিবেশন চলায় হাজির হতে পারেননি তিনি।
নারদকাণ্ডে ইডির পর এবার শোভন চট্টোপাধ্যায়কেও তলব করল সিবিআই। বুধবার সকাল ১১টায় নিজাম প্যালেসে সিবিআইয়ের দফতরে হাজির হওয়ার নির্দেশ। সূত্রের খবর, মেয়রকে তাঁর ও পরিবারের সম্পত্তিগত নথি নিয়ে আসতে বলা হয়েছে। শুক্রবার মেয়রের বাড়িতে যান সিবিইয়ের প্রতিনিধিরা। মেয়র বাড়িতে না থাকায়, তাঁর অফিসে হাজিরার নোটিস দিয়ে আসা হয়।
অন্যদিকে, মেয়র-পত্নী রত্না চট্টোপাধ্যায়কে চার তারিখ তলব করেছে ইডি। সূত্রের খবর, হাজিরা না দেওয়ায় শোকজন নোটিস পাঠিয়েছে আয়কর দফতর। উত্তর না দিলে দেওয়া হয়েছে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি।
নারদকাণ্ডে সস্ত্রীক মেয়র, সৌগত রায়কে তলব সিবিআইয়ের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Aug 2017 11:52 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -