কলকাতা: নারদকাণ্ডে এবার সুব্রত মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ ইডি-র। ম্যাথ্যু স্যামুয়েলের কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার পঞ্চায়েতমন্ত্রীর।
নারদ-তদন্তে পরপর ৩ দিন ৩ হেভিওয়েটকে জিজ্ঞাসাবাদ ইডি-র। বুধবার ফিরহাদ হাকিম, বৃহস্পতিবার শোভন চট্টোপাধ্যায় আর শুক্রবার সুব্রত মুখোপাধ্যায়।
এদিন বেলা ১১টা নাগাদ সিজিও কমপ্লেক্সে হাজির হন সুব্রত মুখোপাধ্যায়। সাড়ে ৩ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। সূত্রের খবর, ইডি-র তদন্তকারীরা জানতে চান, ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে টাকা নিয়েছেন? জবাবে সুব্রত মুখোপাধ্যায় বলেন, তিনি টাকা নিয়েছেন। কিন্তু ৫ লক্ষ নয়। সাড়ে ৩ লক্ষ টাকা দিয়েছিল।
ইডি আধিকারিকদের প্রশ্ন ছিল, সেই টাকা কোথায় গেল? পঞ্চায়েতমন্ত্রী জানান, তিনি ওই টাকা নির্বাচনী খাতে খরচ করেছেন। তদন্তকারীরা এরপর জানতে চান, দলে কারোর জন্য সুপারিশ করেছিলেন কী না? জবাবে সুব্রত মুখোপাধ্যায় বলেন, অনেক লোক অনেক কথা বলে।
দুপুর সাড়ে ৩টে নাগাদ ইডি দফতর থেকে বেরিয়ে যান সুব্রত মুখোপাধ্যায়। ইডি সূত্রে খবর, টাকা খরচ সংক্রান্ত নথিও জমা দিয়েছেন পঞ্চায়েতমন্ত্রী। সেইসমস্ত নথি ও বয়ান খতিয়ে দেখে প্রয়োজনে ফের তলব করা হতে পারে সুব্রত মুখোপাধ্যায়কে।
নারদ কাণ্ডে ইডির দফতরে হাজিরা সুব্রতর, টাকা নেওয়ার কথা স্বীকার
Web Desk, ABP Ananda
Updated at:
11 Aug 2017 05:07 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -