কলকাতা: নারদ মামলায় সিবিআই তদন্ত বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। এই নারদকাণ্ডকেই তৃণমূলের বিরুদ্ধে এখন অস্ত্র করছে বিরোধীরা। পাল্টা জবাব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।
শুক্রবার, বেহালায় একটি অনুষ্ঠানে, নাম না করে তিনি মোদি সরকারের দিকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেন। বলেন, আমি ভয় পাই না। আমার পার্টিতে সবাইকে পাঠাক। একদলকে পাঠালে আরেক দলকে তৈরি করে নেব। একটা ভাঙলে আমি এক লক্ষ জন্ম দিই। পলিটিকাল পার্টিগুলি কোটি কোটি টাকা খরচ করে। আমরা করি না। এই অভিযোগ কোনও দিন দাঁড়াবে না। পরে প্রমাণ হয়ে যাবে।
বৃহস্পতিবার এবিপি আনন্দে এসেও মুখ্যমন্ত্রী দাবি করেন, নারদ রাজনৈতিক চক্রান্ত। বলেছিলেন, বিজেপি দায় এড়াতে পারে না। ওরাই দেখিয়েছে। ২০১৪ সালে রাজনৈতিক চক্রান্ত, ২০১৬ সালে দেখাবে বলে।
তৃণমূলনেত্রীকে এ দিন পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, নিজেদের জালে নিজেরা ফেসেছে। বিচার তো হাইকোর্ট, সুপ্রিম কোর্ট করছে। নারদ নিয়ে এভাবে শুক্রবারও পারদ তুঙ্গে।
নারদ: ষড়যন্ত্রে তৃণমূলকে শেষ করা যাবে না, ‘হুঁশিয়ারি’ মমতার, পাল্টা বিজেপি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Mar 2017 08:46 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -