কলকাতা:নারদ স্টিং অপারেশন মামলায় ইকবাল আহমেদকে নোটিস পাঠাল সিবিআই। নারদকাণ্ডে এই প্রথম নোটিস পাঠাল সিবিআই।আগামী ১০জুন ইকবাল আহমেদকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নারদকাণ্ডের ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, ম্যাথ্যু স্যামুয়েলকে নিয়ে নেতা-মন্ত্রীদের কাছে গিয়েছেন ইকবাল আহমেদ। এছাড়াও, দেখা গিয়েছে, বিভিন্ন লোককে ফোন করে টাকার কথা বলছেন তৃণমূল বিধায়ক ইকবাল আহমেদ। সেই সমস্ত তথ্যই ইকবাল আহমেদের কাছে জানতে চাইবেন সিবিআইয়ের গোয়েন্দারা।
এদিকে, এই মামলাতেই মধ্য কলকাতার একটি গেস্ট হাউসের মালিককে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। স্টিং অপারেশনের সময় ওই গেস্ট হাউসেই ছিলেন নারদ নিউজের সিইও ম্যাথু। গেস্ট হাউসে ম্যাথু কতদিন ছিলেন, কারা সাক্ষাত্ করেন, এই সব তথ্য গেস্ট হাউসের মালিক বলরাম গোস্বামীর কাছে ইডি আধিকারিকরা জানতে চাইবেন বলে সূত্রের খবর।
আগামী সোমবার তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
নারদ কাণ্ডে ইকবাল আহমেদকে নোটিশ সিবিআইয়ের, গেস্ট হাউসের মালিককে তলব ইডি-র
ABP Ananda, web desk
Updated at:
08 Jun 2017 02:56 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -