কলকাতা: কলকাতা পুরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায়ের পর এবার তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। গত সোমবারই ইডির তরফের মেয়রের বেহালার বাড়িতে চিঠি পাঠানো হয়েছে। কেন্দ্রীয় তদন্ত সংস্থা সূত্রে খবর, চিঠিতে মেয়র পত্মীকে ৪ সেপ্টেম্বর সল্টলেকের ইডির দফতরে হাজির দিতে বলা হয়েছে। এর আগে ইডির তরফে মেয়রকে তিনবার তলব করা হয়েছিল। দু’বার তলব এড়ানোর পর তৃতীয়বার ইডির দফতরে হাজিরা দেন শোভন চট্টোপাধ্যায়। তদন্তকারীদের দাবি, সেখানে জিজ্ঞাসাবাদের সময় যাবতীয় টাকা-পয়সার হিসাব স্ত্রীর কাছে রয়েছে বলে জানিয়েছিলেন মেয়র। সেই কারণেই মেয়র পত্মীকে ডেকে পাঠানো হয়েছে বলে খবর ইডি সূত্রে।
নারদ নিউজের কর্ণধার ম্যাথু স্যামুয়েলের স্টিং অপারেশনে রাজ্যের শাসক দলের যে-সব তাবড় নেতা টাকা নিয়েছেন বলে অভিযোগ, তাঁদের তালিকায় মেয়রের নাম আছে।