কলকাতা: নারদকাণ্ডে সিবিআইকে তথ্য দিতে অস্বীকার মোবাইল প্রস্তুতকারী সংস্থা অ্যাপলের। বিদেশমন্ত্রকের মাধ্যমে আর্জি জানাতে পরামর্শ, খবর সিবিআই সূত্রে।
নারদকাণ্ডে ম্যাথ্যু স্যামুয়েলের আইফোন সংক্রান্ত তথ্য জানতে চেয়ে কিছুদিন আগে অ্যাপল-কে চিঠি দেয় সিবিআই। সেই আর্জি খারিজ করে দেয় অ্যাপল। এবার বিদেশমন্ত্রকের মাধ্যমেই অ্যাপলকে আবেদন জানানোর সিদ্ধান্ত নিয়েছে সিবিআই। সূত্রের খবর, নারদকাণ্ডে স্টিং অপারেশন যে আইফোন থেকে করা হয়েছিল, তা ফোন থেকে ডিলিট করে দেন ম্যাথ্যু। সেই তথ্যপ্রমাণ উদ্ধারের জন্যই অ্যাপলের দ্বারস্থ সিবিআই। এদিকে, আজ ফের সিবিআই দফতরে যান ম্যাথ্যু স্যামুয়েল। আইফোন সংক্রান্ত তথ্য জানতেই আজ তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সিবিআই সূত্রে খবর।
নারদকাণ্ডে সিবিআইকে তথ্য দিতে অস্বীকার মোবাইল প্রস্তুতকারী সংস্থা অ্যাপলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Mar 2018 12:27 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -