কলকাতা: নারদ নিউজের স্টিং ফুটেজ আসল না জাল, সেই সত্য সবার আগে সামনে আসা দরকার। বুধবার নারদ মামলার শুনানিতে এমনই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। আইনজীবীমহলের একাংশের মতে, এই মামলায় তিনি যে দেরি চাইছেন না, তাও স্পষ্টই বুঝিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি।
বুধবার শুনানির শুরুতেই প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় আদালত কক্ষের দেওয়ালে থাকা অশোক স্তম্ভের দিকে দেখিয়ে বলেন,
সত্যমেব জয়তে। সত্য সামনে আসা দরকার। সাধারণ মানুষের জানা দরকার, কী ঘটছে। এই ফুটেজ সত্য হোক বা জাল, দুই ক্ষেত্রই অস্বাস্থ্যকর, বিপজ্জনক। তাই ফুটেজের পরীক্ষা হওয়া দরকার।
এদিন শুনানি চলাকালীন অভিযুক্তপক্ষের আইনজীবীরা একাধিকবার এই জনস্বার্থ মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। কিন্তু, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সেই সওয়ালে কান না দিয়ে স্পষ্টই জানিয়ে দেয়, এগুলো নিয়ে আলোচনার সময় এখনও আসেনি। তার থেকেও এটা জানা বেশি গুরুত্বপূর্ণ যে, এই ফুটেজ সত্য কিনা। তার জন্য ফুটেজ পরীক্ষা করতে হবে। সিল করা সেই রিপোর্ট দেখেই পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে।
গত ১৯ তারিখেও এই মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি মন্তব্য করেন, এই মামলা দিনের পর দিন চলতে পারে না। তদন্ত এবং মামলার নিষ্পত্তি দ্রুত করতে হবে। সত্য সামনে আনতে হবে। নারদের ফুটেজ ইতিমধ্যেই হাইকোর্টে জমা পড়েছে। তা রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের লকারে রাখার নির্দেশে দিয়েছে আদালত। এই মামলায় শুক্রবার পরবর্তী নির্দেশ দেবেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর।
‘সামনে আসুক সত্য’, নারদ-মামলায় মন্তব্য হাইকোর্টের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Apr 2016 03:18 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -