কলকাতা: রাহুল-প্রিয়ঙ্কার পর এবার মমতা। NEET ও জয়েন্ট এন্ট্রান্স মেইন স্থগিতের দাবি মুখ্যমন্ত্রীর। কেন্দ্রের ঘোষণা, জয়েন্ট মেইনের পরীক্ষা হবে সেপ্টেম্বরের ১ থেকে ৬ তারিখের মধ্যে। নিট হবে ১৩ সেপ্টেম্বর। মমতার ট্যুইট, সেপ্টেম্বরে NEET-JEE নিয়েও কেন্দ্রের কাছে পরীক্ষা স্থগিত রাখার আবেদন জানাচ্ছি। পড়ুয়াদের সুরক্ষিত রাখা আমাদের কর্তব্য। পাশাপাশি, কলেজ-বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে সরব হওয়ার বিষয়টিও ট্যুইটে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।



ট্যুইটারে তিনি লিখেছেন, সেপ্টেম্বরে NEET-JEE নিয়ে কেন্দ্রের কাছে পরীক্ষা স্থগিত রাখার আবেদন জানাচ্ছি। পড়ুয়াদের সুরক্ষিত রাখা আমাদের কর্তব্য।


এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে শেষ ভিডিও কনফারেন্সে সেপ্টেম্বরে কলেজ, বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা নিয়ে ইউজিসি-র নির্দেশিকা জারির বিরুদ্ধেও আমি সরব হয়েছিলাম। এই সিদ্ধান্তে পড়ুয়াদের বিপদে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছিলাম।


মুখ্যমন্ত্রীর ট্যুইট রিট্যুইট করে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ট্যুইট, সেপ্টেম্বরে NEET-JEE স্থগিত রাখা হোক। চিন্তা নেই, দিদি আছে।