প্রয়াত 'কুইজ-মাস্টার' নীল ও’ব্রায়েন, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Jun 2016 08:04 AM (IST)
কলকাতা: প্রয়াত আইএসসি বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান নীল ও’ব্রায়েন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর। দেশে কুইজকে জনপ্রিয় করে তোলার জন্য তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর প্রয়ানে শিক্ষা জগতে শোকের ছায়া। অল ইন্ডিয়া অ্যাংলো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রধান নীল ও’ব্রায়েন একসময় ছিলেন লোকসভার সদস্য। অ্যাংলো ইন্ডিয়ার সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে ৩ বার রাজ্য বিধানসভার সদস্যও নির্বাচিত হন নীল ও’ব্রায়েন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটারে মমতা কুইজের প্রকৃত পথিকৃত ছিলেন ছিলেন নীল ও’ব্রায়েন। দেশ ও রাজ্যে তাঁর অভাব অনুভূত হবে। অগনিত কুইজ-প্রেমীরা তাঁকে মনে রাখবেন। গতকাল নীল ও’ব্রায়েন মৃত্যুর খবর ট্যুইটারের মাধ্যমে জানান ছেলে তথা তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। নিজের বাড়িতেই তিনি মারা যান।