কলকাতা: ঘটনার কুড়ি দিন পর নিউ আলিপুরে বৃদ্ধ খুনের কিনারা করল পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার কুলপি থেকে জাকির মোল্লা ও সুরজ মোল্লা নামে গ্রেফতার করা হয় দু’জনকে। বাড়ির সামনের রাস্তার সিসিটিভি ফুটেজ দেখেই প্রথম সূত্র পায় পুলিশ। জানিয়েছেন ডিসি দক্ষিণ প্রবীণ ত্রিপাঠী। ধৃতদের কাল আদালতে তোলা হবে। উদ্ধার বেশকিছু চুরি যাওয়া সামগ্রী। পুলিশ সূত্রে খবর, চুরির উদ্দেশ্যে বাড়িতে ঢোকে দুষ্কৃতীরা। এরমধ্যে বৃদ্ধ জেগে যাওয়ায় গলা টিপে খুন করা হয় তাকে। সাড়ে ৩ ঘণ্টা ধরে চলে অপারেশন। রাত তিনটেয় পাঁচিল টপকে চম্পট দেয় দুষ্কৃতী দলটি। সিসিটিভি ফুটেজ দেখে সূত্রের সন্ধান পায় পুলিশ। কাকদ্বীপ, কুলপি, কুলতলি সহ দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় চলে পুলিশি তল্লাশি। দুষ্কতীদের চিহ্নিত করতেই সময় লেগেছে, দাবি পুলিশের। আগামীকাল আদালতে তোলা হবে ধৃতদের।