গঙ্গার ধারে নিজস্ব বাসার স্বপ্ন দেখেন? এবার সেই স্বপ্নের বাস্তব হওয়ার পালা। আর এই স্বপ্নপূরণ করবে নিউ কলকাতা। আলকোভ রিয়েলিটির এই স্বপ্নের প্রকল্পে আপনিও হতে পারেন গঙ্গাপাড়ের নিজস্ব বাড়ির মালিক। ভাবুন তো! গঙ্গার পাড় ধরে হাঁটা, বা ভোরের নির্মল বাতাসের ছোঁয়া নিতে নিতে দিনের প্রথম চায়ের কাপে চুমুক দেওয়া।
একেবারে মধ্যবিত্তের কথা মাথায় রেখেই উঠে আসতে চলেছে নিউ কলকাতা টাউনশিপ। যেখানে আপনি পাবেন সুযোগাযোগের ব্যবস্থা, গঙ্গা-মুখী কমপ্লেক্সে থাকার সুযোগ। নিউ কলকাতার ফলে, শ্রীরামপুরের জীবনযাত্রার মান নতুন উচ্চতায় পৌঁছবে।
দ্রুতগতিতে তৈরি হওয়া নিউ কলকাতা আদতে সামর্থ্যের মধ্যে থাকা ‘মেগা টাউনশিপ’ প্রকল্প। এখানে গঙ্গা পারাপার করার জন্য রয়েছে বিশেষ ফেরির ব্যবস্থা। থাকছে নিজস্ব জেটিও। সড়ক, রেল ও জল -- পরিবহণের এই তিন মাধ্যম দিয়েই যুক্ত এই টাউনশিপ।
গঙ্গার ধারে মধ্যবিত্তের স্বপ্নের বাসা দিতে আসছে নিউ কলকাতা
Web Desk, ABP Ananda
Updated at:
12 Mar 2018 01:28 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -