নিউটাউনে স্পা-এর আড়ালে মধুচক্র চালানোর অভিযোগ, গ্রেফতার মালিক সহ ৬
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Dec 2017 06:53 PM (IST)
কলকাতা: নিউটাউনের ঠাকদারিতে স্পা-এর আড়ালে মধুচক্র চালানোর অভিযোগ। গ্রেফতার স্পা-এর মালিক সহ মোট ৬ জন। ধৃতদের মধ্যে ৩ জন মহিলা। গোপন সূত্রে খবর পেয়ে, গতকাল ওই স্পাতে অভিযান চালায় পুলিশ। ঘটনাস্থল থেকে একটি গাড়ি উদ্ধার করা হয়েছে।