বাড়ি থেকে উদ্ধার নিক্কো পার্কের প্রাক্তন ডেপুটি ম্যানেজারের ঝুলন্ত দেহ, লকডাউনে চাকরি যাওয়ায় আত্মঘাতী?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Aug 2020 10:30 PM (IST)
মঙ্গলবার সন্ধে নাগাদ সল্টলেকের বিবি ব্লকের বাড়ি থেকে বছর ৫৬-র অনিন্দ্য গোস্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর ৬ বছর আগে স্ত্রীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। তারপর থেকে তিনি দোতলায় একাই থাকতেন। একতলায় থাকতেন কেয়ারটেকার।
ময়ুখ ঠাকুর চক্রবর্তী ও রঞ্জিত সাউ,কলকাতা: লকডাউনে সম্প্রতি চাকরি গেছে!আর তারপরই উদ্ধার হল ঝুলন্ত দেহ। নিক্কো পার্কের প্রাক্তন ডেপুটি ম্যানেজারের অস্বাভাবিক মৃত্যু। মঙ্গলবার সন্ধে নাগাদ সল্টলেকের বিবি ব্লকের বাড়ি থেকে বছর ৫৬-র অনিন্দ্য গোস্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর ৬ বছর আগে স্ত্রীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। তারপর থেকে তিনি দোতলায় একাই থাকতেন। একতলায় থাকতেন কেয়ারটেকার। মঙ্গলবার বিকেলে অনিন্দ্যর সাড়া না মেলায় এবং ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখে প্রতিবেশীদের খবর দেন কেয়ারটেকার। খবর দেওয়া হয় বিধাননগর উত্তর থানায়। মঙ্গলবার সন্ধেয় ঘরের দরজা ভেঙে নিক্কো পার্কের প্রাক্তন ডেপুটি ম্যানেজারের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, লকডাউনের সময় কাজ হারিয়েছিলেন অনিন্দ্য। তারপর থেকে তিনি ডিপ্রেশনে ভুগছিলেন কিনা, খতিয়ে দেখা হচ্ছে।ঘর থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। এই বিষয়ে নিক্কো পার্ক কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।