কলকাতা: স্থানীয় থানাকে না জানিয়ে ধৃত নাইজেরিয় যুবককে নিয়ে গড়ফায় তাঁর অফিসে নাগপুরের পুলিশ। এর জেরে তৈরি হয় বিভ্রান্তি। হাতকড়া পরা অবস্থায় নাইজেরিয়কে ঘুরতে দেখে এলাকায় চাঞ্চল্য।

নাইজেরিয় এক যুবকের গ্রেফতারি ঘিরে বিভ্রান্তি। গড়ফার প্রিন্স পার্ক এলাকার বাসিন্দাদের দাবি, শনিবার সকালে এক নাইজেরিয় যুবককে হাতকড়া পরিয়ে কয়েকজন লোককে তাঁরা এলাকায় ঘুরতে দেখেন। এতেই তৈরি হয় চাঞ্চল্য। কে এই নাইজেরিয় যুবক? তাঁকে হাতকড়া পরিয়ে যাঁরা নিয়ে যাচ্ছিলেন তাঁরাই বা কে?

খবর পৌঁছয় গড়ফা থানার কানেও। তারা প্রথমে বলে, এ বিষয়ে কিছু জানা নেই। পরে গড়ফা থানার একজন আধিকারিক ঘটনাস্থলে আসেন। তিনিও বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেন। এরপর ছবিটা স্পষ্ট হয়। লালবাজার সূত্রের খবর, নাইজেরিয় ওই যুবক হরিদেবপুরে থাকেন। স্থানীয় বিভিন্ন ক্লাবের হয়ে ফুটবল খেলেন। সেই খেলার সূত্রেই সম্প্রতি গিয়েছিলেন নাগপুরে। বৈধ পাসপোর্ট না থাকার অভিযোগে সেখানেই তাঁকে আটক করে নাগপুর সদর থানার পুলিশ। এরপর, ওই নাইজেরিয়কে নিয়ে তারা কলকাতায় আসে। প্রথমে হরিদেবপুরের বাড়িতে তল্লাশি চালায়। আর এ দিন গড়ফায় তাঁর অফিসে। নাইজেরিয় যুবককে নিয়ে এসে অফিসে তল্লাসির খবর গড়ফা থানার কাছে ছিল না। তার জেরেই তৈরি হয় বিভ্রান্তি।