কলকাতা:  সফিকুল, আশিক, রাজেশের পর উত্তম ভৌমিক। ক্রমশ বাড়ছে নিপা-আতঙ্ক। অজানা জ্বর নিয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে গতকাল রাত ১২টা নাগাদ ভর্তি হন পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বাসিন্দা উত্তম। কেরলে গিয়েছিলেন কাঠের কাজ করতে। চারদিন ধরে তাঁর জ্বর।


 

নিপা-সন্দেহে তাঁকে মেদিনীপুর থেকে বেলেঘাটা আইডি হাসপাতালে রেফার করা হয়েছে। এছাড়া, মুর্শিদাবাদের রাজেশ মণ্ডল নামে আরও এক যুবক নিপা-সন্দেহে বেলেঘাটা আইডি-তে ভর্তি।

বছর ২০-র রাজেশের পরিবারের দাবি, গত ৫ দিন ধরে জ্বরে ভুগছেন ওই যুবক। ডোমকলের বাসিন্দা রাজেশ কেরলে রাজমিস্ত্রির সহকারির কাজ করতেন। জ্বর না কমায় তাঁকে প্রথমে ডোমকল হাসপাতাল, সেখান থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে রেফার করা হয়। সেখান থেকে পাঠানো হয় বেলেঘাটা আইডিতে।