কলকাতা: ক্রিসমাসের দিনেই ঈশ্বরের কাছে চলে গেলেন সেই কবি যিনি লিখেছিলেন কলকাতার যীশুর মত কবিতা। বাঙালিকে যিনি প্রশ্ন করতে শিখিয়েছিলেন, রাজা, তোর কাপড় কোথায়। প্রয়াত হয়েছেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, স্বাধীনতা উত্তর যুগে বাংলা কবিতার জগতে যাঁর আবির্ভাবকে আশীর্বাদ বলে মনে করেন অসংখ্য সাহিত্যমোদী। কবির বয়স হয়েছিল ৯৪। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। ৯ তারিখ কিডনি ও ডায়াবিটিসজনিত সমস্যা এবং ফুসফুসে সংক্রমণ নিয়ে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। আজ বেলা ১২টা ২৫ নাগাদ হাসপাতালেই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। ১৯২৪ সালের ১৯ অক্টোবর জন্ম। শৈশবের বেশিরভাগটা কেটেছে বর্তমান বাংলাদেশে। তারপর চলে আসেন কলকাতায়। সেন্ট পলস্ কলেজ থেকে স্নাতক হওয়ার পর পা রাখেন সাংবাদিকতার জগতে। ১৯৭৪ সালে তাঁর কবিতার বই উলঙ্গ রাজার জন্য পান সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার, পেয়েছেন আনন্দ পুরস্কার, বর্তমানে পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমির সভাপতি ছিলেন। ৪৭টিরও বেশি কবিতার বই প্রকাশিত হয়েছে তাঁর, যার মধ্যে ১৭টিই শিশুদের ছড়ার বই। ছোটদের পত্রিকা আনন্দমেলার সম্পাদক ছিলেন, টিনটিনের অসামান্য বাংলা অনুবাদও তাঁর হাতে। গোয়েন্দা গল্পও লিখতেন, তাঁর ডিটেকটিভ ছিলেন ভাদুড়ি মশাই।