কলকাতা: কেন্দ্রের নোট বাতিলের প্রতিবাদে আজ পথে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বেলা ১২.১০ মিনিটে কলেজ স্কোয়ার থেকে তৃণমূলনেত্রীর নেতৃত্বে মিছিল শুরু হয়। দলের নেতা, মন্ত্রী সমর্থকরা ছাড়াও মিছিলে সামিল হন ক্রীড়া ও সংস্কৃতি জগতের বিশিষ্টরা। মিছিলে হাঁটতে হাঁটতেই হ্যান্ড মাইক নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে স্লোগান দেন তৃণমূল নেত্রী। মিছিল শেষে ধর্মতলায় প্রতিবাদ সভাও করেন মমতা

প্রতিবাদ সভায় নোট বাতিল ইস্যুতে প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিদ্ধান্ত বদল না করলে প্রয়োজনে প্রধানমন্ত্রীর বাড়ির সামনে ধর্নায় বসারও হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেত্রী। তাঁর অভিযোগ, সারা দেশে স্বৈরাচার কায়েম করেছেন মোদী। দেশকে বিক্রি করে দিয়েছেন।

তৃণমূল নেত্রীর অভিযোগ, মানুষ কী খাবে, কী পরবে, কী বলবে, কী ফিল্ম বানাবে, সবকিছুতেই নাক গলাচ্ছে কেন্দ্র।

এমনকী, নোট বাতিলের প্রতিবাদ করায় তদন্তকারী সংস্থাকে দিয়ে বিরোধীদের ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ মমতার। এই প্রসঙ্গেই তৃণমূল নেত্রীর মন্তব্য, হয় বাঁচব, নয় মরব, কিন্তু, এর শেষ দেখে ছাড়ব।