কলকাতা: তাপস পাল-সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে আরও আক্রমণাত্মক তৃণমূলনেত্রী। চক্রান্তের অভিযোগের পাশাপাশি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে শানালেন ব্যক্তিগত আক্রমণ। পাল্টা জবাব দিয়েছে বিজেপি।
রোজভ্যালিকাণ্ডে গ্রেফতার হয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাপস পাল। বিজেপি দাবি করছে, আরও তৃণমূল নেতা গ্রেফতার হবেন। এই প্রেক্ষাপটেই বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, কী করেছে সুদীপ, শোভন, শুভেন্দু, মুকুল, ফিরহাদ?
বুধবার রিজার্ভ ব্যাঙ্কের সামনে দলের ধর্ণা-বিক্ষোভে অংশ নেন মমতা। আগাগোড়া তাঁর নিশানায় ছিলেন নরেন্দ্র মোদী। তৃণমূলনেত্রী বলেন, কিছু বলতে গেলেই ধমকানো হচ্ছে। যুক্তিহীন, অবাস্তব সন্ত্রাস চলছে। সিবিআই প্রধানমন্ত্রীর দফতরের অধীনে। আগে বলত আমি ফকির। এখন হকারদের রাস্তায় বসিয়ে দিয়েছে।
ফের একবার চাঞ্চল্যকর অভিযোগ শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। বলেন, আমাকে বিমান দুর্ঘটনার মাধ্যমে হত্যার চেষ্টা। ওরা সবকিছুই করতে পারে। দেশের পক্ষে সর্বনাশা রাজনৈতিক দল। গত কয়েকদিনের মতোই এদিনও মোদীর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ শানান তৃণমূল নেত্রী। বলেন, আগে মোদী বাতিল, পরে অন্য কিছু বাতিল হবে। উনি বলেন ওঁর কাঁধ চওড়া, রাবণেরও কাঁধ চওড়া। ৩০ শতাংশ মানুষ কর্মচ্যূত। মাত্র ২ মাসেই দেশের সর্বনাশ করেছেন মোদী।
কী করেছে সুদীপ, শোভন, শুভেন্দু, মুকুল, ফিরহাদ? কেন্দ্রকে আক্রমণ মমতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Jan 2017 08:19 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -