কলকাতা: বোতলবন্দি জলের ১৬টি নমুনার ১৩টিতেই কলিফর্ম ব্যাক্টেরিয়া! তাদের মধ্যে ২টি নামী সংস্থা, একটি রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা! কলকাতা পুরসভা সূত্রে খবর, গত ১৬ থেকে ২১ তারিখের মধ্যে বোতলবন্দি জলের ১৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় পুরসভার ল্যাবে। রিপোর্টে বলা হয়েছে, ১৬ টির মধ্যে ১৩টি নমুনাতেই মিলেছে কলিফর্ম ব্যাকটেরিয়া! তার মধ্যে রয়েছে ২টি নামী সংস্থা, একটি রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা। এই তিনটি সংস্থা সহ যে সব সংস্থার জলে কলিফর্ম মিলেছে, তাদেরকে কারণ দর্শানোর নোটিস পাঠাচ্ছে কলকাতা পুরসভা। পাশাপাশি, কয়েকটি সংস্থার বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনানুগ ব্যবস্থাও। পুরসভা সূত্রে খবর, পরীক্ষা করা নমুনাগুলির মধ্যে পুরসভার জলের কোনও নমুনা ছিল না। এই নিয়েই সরব হয়েছে বিরোধীরা। তাদের প্রশ্ন, পুরসভার পাইপলাইনের জলে আগে কলিফর্ম পাওয়া গেলেও কেন পুরসভার ল্যাবে নতুন করে পরীক্ষা করা হল না? বোতলবন্দি জলের দিকে মেয়র আঙুল তুলেছিলেন বলেই কি সেই বক্তব্য সত্যি প্রমাণ করতে আসরে নেমেছে পুরসভা?