বিমানবন্দরের পর এবার নবান্ন উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ফোন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Sep 2016 06:48 AM (IST)
কলকাতা: দিন কয়েক আগেই লালবাজারে দফায় দফায় ফোন আসে কলকাতা বিমানবন্দর উড়িয়ে দেওয়া হবে। এবার ফোন করে নবান্ন উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ফোন এল। সকাল ৯টা ২০ মিনিটে ফোন আসে। ফোনে হুমকি দেওয়া হয়, বেলা ২টো নাগাদ নবান্ন উড়িয়ে দেওয়া হবে। এরপরই শুরু হয় তল্লাশি। বাড়ানো হয়েছে নবান্নর নিরাপত্তা।