হুগলি: শিক্ষক দিবসের দিনই বন্ধ হয়ে গেল হুগলির কোন্নগরের এস হিন্দি প্রাথমিক বিদ্যালয়। সমস্যায় ৭৫ জন খুদে পড়ুয়া। স্কুলটিতে চারটি ক্লাসরুম থাকলেও ২টি ঘরের ছাদ আগেই ভেঙে পড়েছে। বাকি দুটি ঘরেও যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে, এই আশঙ্কায় আজ সকাল থেকে ওই স্কুলের ক্লাস বন্ধের সিদ্ধান্ত নেন শিক্ষকরা।
যদিও, স্কুল পরিদর্শকের দাবি, জমি নিয়ে জটিলতার জেরে সংস্কার করা যাচ্ছে না ওই স্কুলের। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিয়েছেন তিনি।
রোগীমৃত্যুর অভিযোগে জুনিয়র ডাক্তারদের মার, প্রতিবাদে কর্মবিরতিতে অনড় এনআরএস হাসপাতালের ইন্টার্নদের একাংশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Sep 2017 08:41 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -