কলকাতা: চিকিৎসার গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ। এনআরএস হাসপাতালে জুনিয়র ডাক্তারকে মারধরের অভিযোগ মৃতের পরিজনদের বিরুদ্ধে।

অভিযোগকারী জুনিয়র ডাক্তার লেন্ডি ওয়াবাং জামিরের দাবি, গতকাল বিকেলে সাড়ে চারটে নাগাদ মৃতের এক আত্মীয় তাঁর মুখে সজোরে ঘুষি মারে। অভিযুক্ত নারায়ণ রায়কে গ্রেফতার করেছে এন্টালি থানার পুলিশ।