কলকাতা: এনআরএস হাসপাতালে কুকুর নিধনকাণ্ডে শিয়ালদা আদালতে চার্জ গঠন। এক বছরের মাথায় এই মামলায় চার্জ গঠন করা হল। গত বছরের জানুয়ারিতে এনআরএসে ১৬টি কুকুর ছানার মৃতদেহ উদ্ধার হয়। কুকুরগুলিকে পিটিয়ে মারার অভিযোগে মৌটুসী মণ্ডল ও সোমা বর্মণ ২ নার্সিং পড়ুয়াকে গ্রেফতার করে পুলিশ। পরে জামিনে মুক্তি পান তাঁরা। অক্টোবর মাসে এই মামলায় চার্জশিট জমা দেয় পুলিশ। ৭ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি।

গত বছরের ১৩ জানুয়ারি প্যাকেট বন্দি অবস্থায় দেখতে পাওয়া গিয়েছিল ১৬ টি কুকুর ছানার দেহ। প্রাথমিক তদন্তে জানা যায়, নির্মমভাবে পিটিয়ে মারা হয়েছে কুকুর ছানাগুলিকে। ঘটনা প্রকাশ্যে আসার পর পশুপ্রেমীরা ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা অভিযুক্তদের শাস্তির দাবি করেন। তত্কালীন কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গাঁধীর দফতর থেকে অভিযুক্ত নার্সি পড়ুয়াদের বরখাস্ত করার দাবিতে ফোন আসে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে।

অন্যদিকে, হাসপাতালের নার্সি কর্মীদের পক্ষ থেকে  হাসপাতাল চত্বর কুকুরের উপদ্রব মুক্ত করার দাবি জানানো হয়েছিল।