দুপুরের এই বিক্ষোভের পরই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য আলাদা বন্দোবস্ত করবে রাজ্য। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের থাকার জন্য হোটেল-লজের ব্যবস্থা হবে। সেখানেই মিলবে খাবার। যাবতীয় ব্যবস্থা করবে হাসপাতাল কর্তৃপক্ষ।” তাছাড়াও, স্বাস্থ্যকর্মীদের জন্য থাকবে বিশেষ হেল্পলাইন নম্বরও।
প্রসঙ্গত, করোনাভাইরাস আক্রান্তদের সুস্থ করে তুলতে দিনরাত কাজ করে চলা ডাক্তারদের কোথাও কোথাও সামাজিক স্তরে হেনস্থার শিকার হতে হচ্ছে, বাড়িওয়ালা ঘর ছেড়ে উঠে যেতে বলে তাঁদের চাপ দিচ্ছেন, এমন অভিযোগ আসছে দেশের বেশ কিছু জায়গা থেকেই।