কলকাতা:  প্রয়োজনীয় সুরক্ষার দাবিতে বেলেঘাটা আইডি হাসপাতালে নার্স ও স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ। অ্যাম্বুল্যান্সে রোগীদের আনা হচ্ছে, সেই অ্যাম্বুল্যান্সে করেই নার্সদেরও আনা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। নার্স ও স্বাস্থ্যকর্মীদের, এমনকী সাধারণ কাপড়ের মাস্ক পড়ে ডিউটি করতে হচ্ছে এবং পর্যাপ্ত হ্যান্ড স্যানিটাইজার মিলছে না বলেও অভিযোগ পাওয়া গিয়েছে। এই নিয়েই আজ বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা।
দুপুরের এই বিক্ষোভের পরই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য আলাদা বন্দোবস্ত করবে রাজ্য। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের থাকার জন্য হোটেল-লজের ব্যবস্থা হবে। সেখানেই মিলবে খাবার। যাবতীয় ব্যবস্থা করবে হাসপাতাল কর্তৃপক্ষ।” তাছাড়াও, স্বাস্থ্যকর্মীদের জন্য থাকবে বিশেষ হেল্পলাইন নম্বরও।
প্রসঙ্গত, করোনাভাইরাস আক্রান্তদের সুস্থ করে তুলতে দিনরাত কাজ করে চলা ডাক্তারদের কোথাও কোথাও সামাজিক স্তরে হেনস্থার শিকার হতে হচ্ছে, বাড়িওয়ালা ঘর ছেড়ে উঠে যেতে বলে তাঁদের চাপ দিচ্ছেন, এমন অভিযোগ আসছে দেশের বেশ কিছু জায়গা থেকেই।