কর্মক্ষেত্রে মানসিক নির্যাতন, আত্মঘাতী নার্স, সহকর্মীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Aug 2016 06:29 AM (IST)
কলকাতা: কর্মক্ষেত্রে হেনস্থা ও মানসিক নির্যাতনের জন্য এক নার্সের আত্মহত্যার অভিযোগ। সহকর্মীদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের যাদবপুর থানায়। মৃতের নাম মহুয়া পাত্র। বছর ৩৯-এর ওই মহিলা যাদবপুরের কে এস রায় টি বি হাসপাতালে কাজ করতেন। সম্প্রতি সেখান থেকে তাঁকে বদলি করা হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। স্বামীর অভিযোগ, টি বি হাসপাতালে কাজ করার সময় তাঁর স্ত্রীকে নানাভাবে হেনস্থা ও মানসিক নির্যাতন করা হত। শেষ পর্যন্ত অন্য হাসপাতালে বদলি করে দেওয়ায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এর জেরেই আত্মহত্যা বলে দাবি। রবিবার সকাল থেকে নিখোঁজ ছিলেন যাদবপুরের ইব্রাহিমপুর রোডের বাসিন্দা ওই নার্স। সেদিনই যাদবপুর ও বাঘাযতীন স্টেশনের মাঝে ট্রেন লাইনে তাঁর দেহ উদ্ধার করে জিআরপি।