কলকাতা: ক্লাসে জল খেতে চাওয়ায় নার্সারির ছাত্রীকে মারধরের অভিযোগ দু শিক্ষিকার বিরুদ্ধে। স্কুলে বিক্ষোভ অভিভাবকদের। হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের।
জোকার একটি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের নার্সারির পড়ুয়া ওই দুধের শিশু। আর পাঁচজন শিশুর মতো স্বাভাবিক নয় তার চলাফেরা। পরিবারের দাবি, তার অপরাধ, গত সপ্তাহে ক্লাস চলার সময় জল খেতে চেয়েছিল। অভিযোগ, জল খেতে দেওয়া তো দূরের কথা, উল্টে তাকে মারধর করেন শিক্ষিকা লিপিকা দাস ও নন্দিনী সেনগুপ্ত। ছাত্রীকে লাথি মারা হয় বলেও অভিযোগ।
অভিযোগ জানানো হয় স্কুল কর্তৃপক্ষের কাছে। পরিবারের দাবি, কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি। প্রতিবাদে এদিন স্কুলে গিয়ে অভিযুক্ত শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবকরা। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন এক অভিযুক্ত শিক্ষিকা।
এবিষয়ে সিদ্ধান্ত নেবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, জানিয়েছেন প্রধান শিক্ষিকা। দুই শিক্ষিকা ও স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে শুক্রবার হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করে ছাত্রীর পরিবার। শাসনের নামে শিক্ষিকার নিষ্ঠুরতায় শিউরে উঠছেন অনেক অভিভাবকই।
ক্লাসে জল খেতে চাওয়ায় নার্সারির ছাত্রীকে ‘মার-লাথি’ ২ শিক্ষিকার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Mar 2018 07:49 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -