কলকাতা: বড়বাজারে ভেঙে পড়ল জীর্ণ বাড়ি! নিশ্চিহ্ন হয়ে গেল গোটা একটি পরিবার!
মঙ্গলবার সকাল তখন ১১টা। আচমকাই বড়বাজারের ১৬ নম্বর শিবতলা স্ট্রিটের এই দোতলা বাড়িটির পিছনের অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে! খবর পেয়ে ছুটে আসে পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা দল।
গুরুতর আহত অবস্থায় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে গৃহকর্তা তারাপ্রসন্ন সাহাকে (৯৪) মৃত ঘোষণা করা হয়। কিছুক্ষণ পর হাসপাতালেই মৃত্যু হয় তাঁর স্ত্রী শোভারানি সাহা (৮৪) ও বিউটি রায়ের (৫৫)।
এই পরিবারটি বাড়ির একতলায় থাকত। দোতলায় যে তিনজন থাকতেন, তাঁদের মধ্যে দু’জন ঘটনার সময় বাড়িতে ছিলেন না। আটকে থাকা এক মহিলাকে উদ্ধার করে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।
সূত্রের খবর, পুরসভার তরফে নোটিস পাওয়ার পর, বাড়ির মালিকপক্ষ নতুন করে নির্মাণ করতে চেয়ে প্ল্যান জমা দিয়েছিল। কিন্তু তার আগেই ভেঙে পড়ল বাড়ি!
যা কেড়ে নিল তিন-তিনটি প্রাণ! শেষ একটা পরিবার!
বড়বাজারে ভেঙে পড়ল জীর্ণ বাড়ি, মৃত্যু একই পরিবারের ৩ জনের
Web Desk, ABP Ananda
Updated at:
05 Sep 2017 05:58 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -