গড়িয়ায় পাঁচতলার ছাদ থেকে পড়ে মৃত্যু প্রৌঢ়ার
ABP Ananda, Web Desk | 30 Apr 2018 08:26 AM (IST)
কলকাতা: গড়িয়ার বালিয়া এলাকায় রহস্যময়ভাবে মারা গেলেন এক প্রৌঢ়া। গতকাল রাত সাড়ে ৮টা নাগাদ আবাসনের পাঁচতলার ছাদ থেকে পড়ে যান বছর পঁয়ষট্টির লিলি মুখোপাধ্যায়। তাঁর ফ্ল্যাট ওই আবাসনের তিনতলায়। পরিবার সূত্রে খবর, প্রতিদিনই লিলি দেবী ছাদে উঠে হাঁটতেন। তখনই ঘটে এই ঘটনা। পড়ে যাওয়ার সময় বিদ্যুতের তারে তাঁর শরীর ঠেকে যাওয়ায় বিকট শব্দ হয়। নিভে যায় গোটা এলাকার আলো। রাস্তার উপরে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখছে সোনারপুর থানার পুলিশ।