বরানগরে ৫ কাঠা সম্পত্তি হাতাতে বৃদ্ধাকে পিটিয়ে খুন, গ্রেফতার পুত্রবধূ ও নাতি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Jun 2016 07:06 AM (IST)
কলকাতা: বরানগরে বৃদ্ধাকে পিটিয়ে খুন। গ্রেফতার পুত্রবধূ ও নাতি। সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরে খুন, অনুমান পুলিশের। মৃত মাধবী জানা বরানগরের নিয়োগীপাড়ার বাসিন্দা। অভিযোগ, বাড়ি লাগোয়া ৫ কাঠা জমি তাঁর নামে লিখে দেওয়ার জন্য পুত্রবধূ শিখা জানা ওই বৃদ্ধাকে চাপ দিচ্ছিলেন। রাজি না হওয়ায়, গতকাল বৃদ্ধাকে পুত্রবধূ ও নাতি মিলে চেলাকাঠ দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। বাধা দিতে গিয়ে জখম হন বৃদ্ধার ছেলে দেবাশিস জানাও। বৃদ্ধাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বরানগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে। রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। বরানগর থানায় পুত্রবধূ ও নাতির বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন বৃদ্ধার মেয়ে সোমা প্রামাণিক।