কলকাতা: যাদবপুরের আজাদগড়ে বৃদ্ধার রহস্য-মৃত্যু। ফ্ল্যাট থেকে উদ্ধার পচাগলা দেহ। খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
রবিবার সকালে ফ্ল্যাট থেকে পচা গন্ধ বেরনোয়, পুলিশে খবর দেন প্রতিবেশীরা।পুলিশ এসে ফ্ল্যাটের দরজা ভেঙে ঢুকে, বৃদ্ধার দেহ উদ্ধার করে। মৃতের নাম সবিতা আঢ্য। পুলিশ সূত্রে খবর, শোয়ার ঘরে মৃত অবস্থায় পড়েছিলেন বৃদ্ধা। দেহে আঘাতের চিহ্ন মিলেছে। ফ্ল্যাটের দরজা বাইরে থেকে বন্ধ ছিল। যা দেখে তদন্তকারীদের অনুমান, বৃদ্ধাকে খুন করা হয়েছে।
তবে খুনের কারণ নিয়ে ধোঁয়াশায় তদন্তকারীরা। ফ্ল্যাট থেকে কিছু লুঠ হয়েছে কি না, খতিয়ে দেখছে পুলিশ। বছর পঁয়ষট্টির সবিতা আঢ্য আবাসনের একতলার ফ্ল্যাটে একাই ভাড়া থাকতেন। তাঁর স্বামী পাঁচু আঢ্য কয়েক বছর আগে মারা গিয়েছেন। বৃদ্ধার পরিবারের লোকেদের সঙ্গে কথা বলছে পুলিশ। রবিবার, ঘটনাস্থল পরিদর্শন করে লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দারা এবং ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞরা। বেশকিছু নমুনা সংগ্রহ করেছেন তাঁরা। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে এম আর বাঙুর হাসপাতালে।