কলকাতা: ফের রাতের শহরে আক্রান্ত প্রতিবাদী। এবার ঘটনাস্থল সিঁথির সেভেন ট্যাঙ্কস এলাকা। প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করে আক্রান্ত বৃদ্ধ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সোমবার রাত সাড়ে দশটা নাগাদ সেভেন ট্যাঙ্কস এলাকার একটি গলির মধ্যে বাইকে বসে মদ্যপান করছিল তিন যুবক। আচমকা তারা খালি বোতলগুলি রাস্তায় ছুড়ে ফেলতে শুরু করে। এরই প্রতিবাদ করেন বৃদ্ধ। অভিযোগ, তখনই তাঁকে মারধর করতে শুরু করে ওই তিন জন। পরে সেখান থেকে পালিয়ে যায় তারা।

সৌমেন মুখোপাধ্যায় নামে আক্রান্ত বৃদ্ধকে আহত অবস্থায় উদ্ধার করে আরজিকর হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। মঙ্গলবার সকালে সিঁথি থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত। পুলিশি তদন্ত শুরু হলে মূল অভিযুক্ত মণীশ দুবে-সহ অঙ্কিত গুপ্ত, কুঞ্জয় গৌরব নামে আরও দুই অভিযুক্ত থানায় গিয়ে আত্মসমপর্ণ করে। তাদের গ্রেফতার করা হয়েছে। বাইকটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।