কলকাতা: আগুনে পুড়ে মরলেন স্বামী। আর পাশের ঘরে বসে টিভি দেখলেন স্ত্রী!! শহরের বুকে হাড়হিম করা এই ঘটনার সাক্ষী মানিকতলা হাউজিং এস্টেট।
তিনতলার এই ফ্ল্যাটে থাকতেন সিইএসসি-র অবসরপ্রাপ্ত অফিসার, বছর তেষট্টির রঞ্জিত বরাট ও তাঁর স্ত্রী সুতপা বরাট। এখান থেকেই শুক্রবার রাতে উদ্ধার হয়েছে রঞ্জিত বরাটের অগ্নিদগ্ধ দেহ।
ঘড়ির কাঁটায় তখন রাত ১২টা। হঠাৎ বরাট দম্পতির ফ্ল্যাট থেকে ধোঁয়া বেরোতে দেখেন আবাসনের বাসিন্দারা। খবর যায় দমকল ও মানিকতলা থানায়। পুলিশ ও দমকল কর্মীরা ফ্ল্যাটের দরজা ভেঙে ঢুকতেই দেখা যায়, ঘরের মধ্যে পড়ে রয়েছে রঞ্জিত বরাটের অগ্নিদগ্ধ দেহ। পাশের ঘর থেকে তন্দ্রাচ্ছন অবস্থায় উদ্ধার করা হয় স্ত্রী সুতপা বরাটকে। সে সময় ওই ঘরে টিভি চলছিল।
প্রতিবেশীদের দাবি, সুতপা বরাট জানিয়েছেন, কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন তাঁর স্বামী। আর সেসময় পাশের ঘরে বসে তিনি টিভি দেখছিলেন।
মৃতের প্রতিবেশী জানিয়েছেন, মহিলা নিজেই বলছেন, তাঁর সামনেই গায়ে আগুন লাগিয়েছেন তাঁর স্বামী। এটা তো হওয়ারই ছিল।
কিন্তু, ঠিক কী ঘটেছিল? সত্যিই কি গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন ষাটোর্ধ্ব রঞ্জিত বরাট? এবিষয়ে তাঁর স্ত্রীকে জিজ্ঞাসা করতেই তিনি মেজাজ হারান।
এই অস্বাভাবিক মৃত্যুর পিছনে রহস্য ভেদ করতে মৃতের স্ত্রী সুতপা বরাটকে আটক করে জিজ্ঞাবাসাদ করছে মানিকতলা থানার পুলিশ। খুন না আত্মহত্যা, খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
আগুনে পুড়ে রহস্যমৃত্যু স্বামীর, পাশের ঘরে টিভি-তে মগ্ন স্ত্রী!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Jun 2016 01:49 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -