বেহালা:  বেহালার পর্ণশ্রীর রবীন্দ্রনগরে নিজের বাড়ি থেকে বৃদ্ধের পচা গলা দেহ উদ্ধার। মৃতের নাম সুবোধ আচার্য।

আজ সকালে ওই বাড়ি থেকে গন্ধ বেরনোয় প্রতিবেশীরা থানায় খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, ফ্রিজের সামনে মেঝের উপর ওই ব্যক্তির দেহ পড়েছিল।



গত মঙ্গলবার ছেলেকে নিয়ে ওই ব্যক্তির স্ত্রী এক আত্মীয়র বাড়িতে চলে যান। তার পর থেকে তিনি একাই ছিলই ওই বাড়িতে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে সম্ভতব মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। মৃত ব্যক্তি নবান্নে কর্মরত ছিলেন। তাঁর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।