নির্ভয়াকাণ্ডের স্মরণে আজ এই টুইট করেছেন মুখ্যমন্ত্রী।
আজ থেকে পাঁচ বছর আগে ২০১২ সালে প্যারামেডিকসের ছাত্রী তাঁর বন্ধুর সঙ্গে সিনেমা দেখে ফিরছিলেন। সেই সময় তাঁকে বাসের মধ্যে কয়েকজন মিলে ধর্ষণ করে। গোপনাঙ্গে রড ঢুকিয়ে দেওয়া হয়। সেই নৃশংস অত্যাচার সহ্যের পর ১৫ দিনের লড়াই শেষে মৃত্যু হয় নির্ভয়ার। সেসময় সারা দেশজুড়ে প্রতিবাদ আন্দোলন শুরু হয়। পরিবর্তন হয় আইনের। সে রাতে এই নৃশংসতার সঙ্গে যুক্তরা পরে আদালতে দোষী সাব্যস্ত হয়, সাজা ঘোষণা হয়। কিন্তু সেদিনের সেই ক্ষত আজও দগদগে হয়ে থেকে গিয়েছে সকলের মনে।