প্রবল গরমে মেরামতির কারণে শনিবার দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ বন্ধ থাকবে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Mar 2017 11:20 AM (IST)
কলকাতা: প্রবল গরমে নয়া সমস্যা। মেরামতির কারণে গার্ডেনরিচ ওয়াটার ওয়ার্কস থেকে শনিবার পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। সিদ্ধান্ত কলকাতা পুরসভার। এতেই শেষ নয়। কালীঘাট, রাণিকুঠি, গরফা, গলফগ্রিন সহ মোট ১২টি বুস্টার পাম্পিং স্টেশন থেকেও বন্ধ থাকবে জল সরবরাহ। ফলে দক্ষিণ কলকাতা, বেহালা, গার্ডেনরিচ, যাদবপুর এবং টালিগঞ্জের মতো বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা জল পাবেন না আগামীকাল। ২ এপ্রিল থেকে জল সরবরাহ আবার স্বাভাবিক হবে বলে পুরসভা সূত্রে খবর।