কলকাতা:  তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠী সংঘর্ষের জেরে জয়পুরিয়া কলেজে বুধবার পর্যন্ত পঠনপাঠন বন্ধ রাখার সিদ্ধান্ত। নিরাপদ বোধ করছেন না বলে শ্যামপুকুর থানায় অভিযোগ কর্তৃপক্ষের।

ছাত্ররাই তো রাজ্য গড়বেন... ছাত্রদের ওপর তাঁর অনেক আশা। আজ দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে একধিকবার এই কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ তার কয়েকঘণ্টার মধ্যে সেই তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠী সংঘর্ষের জেরেই বুধবার পর্যন্ত পঠনপঠন বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে হল জয়পুরিয়া কলেজ কর্তৃপক্ষকে। মেয়ো রোড যেখানে দাঁড়িয়ে মমতা আজ একথা বলেছেন, সেখান থেকে জয়পুরিয়া কলেজের দূরত্ব মেরেকেটে সাত কিলোমিটার।
জয়পুরিয়া কলেজের ছাত্র সংসদ তৃণমূল ছাত্র পরিষদের হাতে। সূত্রের খবর, কলেজের দখলদারি কার হাতে থাকবে, তা নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের। যা থেকে মাঝেমধ্যেই ঘটে সংঘর্ষ!

কলেজের শিক্ষকদের দাবি, গোষ্ঠীসংঘর্ষ বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছেছে যে, তাঁরাও আর নিরাপদ মনে করছেন না। এই মর্মে শুক্রবার তাঁরা শ্যামপুকুর থানায় একটি অভিযোগও করেন।

একইরকম নিরাপত্তাহীনতায় ভুগছেন কলেজের ছাত্ররাও।
এখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ, বিএসসি পার্ট ওয়ান জেনারেল পরীক্ষা চলছে। কর্তৃপক্ষের দাবি, বহিরাগত পরীক্ষার্থীরা কলেজে পরীক্ষা দিতে আসবেন। এখন ক্লাস চললে নতুন করে সংঘর্ষের আশঙ্কা থেকে যায়। তাই পরীক্ষা চললেও, পঠনপাঠন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যদিও, এব্যাপারে তৃণমূল ছাত্র পরিষদের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

ভিডিওতে শুনুন কী হয়েছে জয়পুরিয়া কলেজে