কলকাতা: রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের হেনস্থার অভিযোগ উঠছে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। এই প্রেক্ষিতে দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকেই ফের শিক্ষকদের সম্মান দেওয়ার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি একধাপ এগিয়ে শিক্ষকদের সম্মান জানাতে শিক্ষক দিবসের অনুষ্ঠান করার জন্য কলেজগুলিকে টাকা দেওয়ার নির্দেশও দলীয় মঞ্চ থেকে দিয়ে দিলেন তিনি।

তৃণমূল নেত্রীর বার্তা, প্রথমে পড়াশোনা। তারপর বাকি সবকিছু। ছাত্রদের দায়িত্বশীল হওয়ার বার্তা দিতে গিয়ে নিজের উদাহরণও তুলে ধরেন মমতা।

তণমূল নেত্রী তাঁর বার্তায় বলেন, আপনাদের জন্য আমার আশা-ভরসা বেশি। আমিও ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছি। কাজ শিখেছি। ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াতে শিখেছি। ছাত্র আন্দোলন যারা করে তারা চোর হয় না। আমি সেই সহকর্মী চাই যারা মানুষের বিপদে পাশে দাঁড়াবে।

শিক্ষকদের সম্মানের বার্তা এর আগেও তৃণমূল নেত্রীর মুখে শোনা গিয়েছে।
কিন্তু, মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী বারবার এই বার্তা দিয়ে গেলেও, রাজ্যজুড়ে শিক্ষক-নিগ্রহের অভিযোগ থামেনি। এবার কি তৃণমূলনেত্রীর বার্তা দলের ছাত্র নেতা-কর্মীদের কানে ঢুকবে? প্রশ্ন রাজনৈতিক মহলে।