কলকাতা:  স্বপ্ন ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ার। বুধবার, ভর্তির জন্য কথা বলতে, ক্যাম্পাসে গিয়েছিলেন গার্ডেনরিচের মধুমিতা হেমব্রম। তখনই প্রবল ঝড়ে ভেঙে পড়ে পাঁচিল। আর তাতেই মৃত্যু হয় মধুমিতার।

গার্ডেনরিচের বাসিন্দা মধুমিতা হেমব্রম।
স্বপ্ন ছিল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার। ইচ্ছে ছিল কলা বিভাগে ভর্তি হওয়ার। সেজন্যই বুধবার গিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ে। খোঁজখবর নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বেরোতে বেশ কিছুটা দেরিই হয়ে গিয়েছিল। ততক্ষণে শুরু হয়ে গিয়েছে মুষলধারে বৃষ্টি। সঙ্গে তীব্র ঝড়।

তখনই ঘটে যায় দুর্ঘটনা। গাছ ভেঙে পড়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাঁচিলের উপর। গাছের ভারে ভেঙে পড়ে পাঁচিল। আর পাঁচিলের তলায় চাপা পড়ে যান মধুমিতা। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালের নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি।

বুধবার সকাল থেকেই নাগাড়ে বৃষ্টি হচ্ছিল।
মধুমিতাকে বাড়ির বাইরে বেরোতে বারণ করেছিলেন জেঠিমা। কিন্তু, নাছোড় মেয়েকে রোখে কে! যাদবপুরে পড়ার স্বপ্ন যে তাঁর বহুদিনের। দুপুরে বৃষ্টি মাথায় নিয়েই বেরিয়ে পড়েছিলেন। কিন্তু, আর ফেরা হল না মধুমিতার। গার্ডেনরিচের রবীন্দ্রনগরের বাড়িতে শোকের ছায়া।

পুলিশ সূত্রে খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে ফ্রি ওয়াই-ফাই জোনে দাঁড়িয়ে মোবাইল ফোনে নেট সার্চ করছিলেন মধুমিতা। তখনই ঘটে দুর্ঘটনা।

বুধবারের ঝড় তছনছ করে দিল সবকিছু।
অকালে চলে গেলেন মধুমিতা। অকালে শেষ হয়ে গেল একটি স্বপ্ন!