পার্কসার্কাসে ৪ নম্বর ব্রিজের কাছে ট্রাকে ধাক্কা মেরে মৃত্যু বাইক আরোহীর, জখম ২
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Apr 2018 11:01 AM (IST)
কলকাতা: সাতসকালে পার্কসার্কাস ৪ নম্বর ব্রিজের কাছে ট্রাকে ধাক্কা মেরে মৃত্যু বাইক আরোহীর।গুরুতর আহত ২। সকাল ৬টা নাগাদ পার্কসার্কাস কানেক্টর ও তিলজলা রোডের সংযোগস্থলে দুর্ঘটনা ঘটে। পার্কসার্কাস ৪ নম্বর ব্রিজ থেকে নেমে তিলজলার দিকে যাচ্ছিল ট্রাকটি। সেসময় সায়েন্স সিটি থেকে পার্কসার্কাস যাওয়ার পথে, সিগনাল না মেনে, বেপরোয়া বাইকটি সরাসরি ট্রাকে ধাক্কা মারে। গুরুতর জখম ৩ বাইক আরোহীকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। বাকি ২ বাইক আরোহীর অবস্থাও আশঙ্কাজনক। পুলিশ সূত্রে খবর, বাইক আরোহীরা মত্ত অবস্থায় ছিলেন এবং কারোরই হেলমেট ছিল না।