ফের উর্ধ্বমুখী পেঁয়াজ, ৫০-৫৫ টাকা কেজি দরে বিক্রি, কেন বাড়ছে দাম? পড়ুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Jan 2018 09:07 AM (IST)
কলকাতা: পেঁয়াজ কাটার আগেই দামের ঝাঁঝে চোখে জল ক্রেতার। বাজারে এক কেজি পেঁয়াজের দাম ৫০-৫৫ টাকা। বিক্রেতাদের দাবি, মূলত নাসিক ও দক্ষিণ ভারত থেকে এরাজ্যে পেঁয়াজ আমদানি করা হয়। কিন্তু, নাসিকে এখন পেঁয়াজ উৎপাদনের সময়। তা আসতে আসতে জানুয়ারির শেষ কিংবা ফেব্রুয়ারির মাঝামাঝি হয়ে যেতে পারে। ততদিন শুধু দক্ষিণ ভারতের পেঁয়াজই আসবে। চাহিদার তুলনায় জোগান সেভাবে না হওয়ায় ঊর্ধ্বমুখী পেঁয়াজের দাম।