কলকাতা: পঞ্চমী থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা। ষষ্ঠী পর্যন্ত পাহাড়ে এবং ডুয়ার্সে হালকা থেকে মাঝারি বৃষ্টি, সপ্তমী থেকে বাড়তে পারে পরিমাণ। পূর্বাভাস আলিপুরের।
বুধবারের মতো বৃষ্টি হতে পারে পঞ্চমী থেকেও। ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার প্রভাবে মহালয়ার সকালে বৃষ্টিতে ভিজেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। বুধবার ভোরেও বৃষ্টি হয়েছে কলকাতা ও জেলায়। লাগাতার বৃষ্টি শুরু হয়েছে পাহাড়ে। সকাল থেকে বৃষ্টি হয়েছে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ঙে।
এদিকে, বৃষ্টির জেরে জল দাঁড়িয়ে যায় শহরের বেশ কিছু জায়গায়। এই পরিস্থিতিতে স্বস্তি-অস্বস্তির জোড়া খবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর, স্বস্তির খবর, বঙ্গোপসাগরের উপর থাকা ঘূর্ণাবর্ত সরে যাচ্ছে ধীরে ধীরে। ফলে, আগামী ২৪ ঘণ্টায় উন্নতি হবে আবহাওয়ার।
অস্বস্তির খবর, পঞ্চমী থেকে ফের শুরু হতে পারে বৃষ্টি। পূর্বাভাসে বলা হয়েছে, ২৫ সেপ্টেম্বর বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। সপ্তমী থেকে দশমী কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আকাশ প্রধানত মেঘলা থাকবে। মাঝে মধ্যে হতে পারে মাঝারি বৃষ্টি ।
ষষ্ঠী পর্যন্ত পাহাড়ে এবং ডুয়ার্সে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সপ্তমী থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। আবহাওয়া দফতরের এই পূর্বাভাসে কপালে চিন্তার ভাঁজ উৎসবপ্রিয় মানুষের।
পারলে ঠাকুর দেখুন পঞ্চমীর আগে, পুজোয় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Sep 2017 09:03 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -