কলকাতা: ভারতের সবচেয়ে বড় টেলিকম সংস্থাগুলির অন্যতম ভারতী এয়ারটেল ফের গ্রাহকদের সবচেয়ে ভাল ইন্টারনেট সার্ভিস দেওয়ার কৃতিত্ব অর্জন করেছে। মোবাইল ও ইন্টারনেট সার্ভিস বিষয়ক চারটি ক্যাটাগরি-ভিডিও, গেম এক্সপিরিয়েন্স, ডাউনলোড স্পিড ও ভয়েস কলের ক্ষেত্রে বাকি টেলিকম অপারেটরগুলির চেয়ে এগিয়ে এয়ারটেল।

টানা চারবার ভিডিও এক্সিপিরিয়েন্স অ্যাওয়ার্ড পেল এয়ারটেল

ব্রিটেনের একটি নেটওয়ার্ক অ্যানালিটিক্স ফার্ম ওপেন সিগন্যাল ৯০ দিন ধরে ভারতের সব টেলিকম সংস্থাগুলির সার্ভিসের উপর নজরদারি চালিয়ে একটি রিপোর্ট তৈরি করেছে। ১ মে থেকে এই রিপোর্ট তৈরি শুরু করে ওপেন সিগন্যাল। করোনা ভাইরাস অতিমারীর সময় গ্রাহকদের ভাল নেটওয়ার্ক উপহার দিয়েছে এয়ারটেল। তার ফলেই টানা চারবার ভিডিও এক্সপিরিয়েন্স অ্যাওয়ার্ড পেল এয়ারটেল। ১০০-র মধ্যে ৫৭.৩৬ পয়েন্ট পেয়েছে এয়ারটেল। কোনও টেলিকম সংস্থা ভিডিও এক্সপিরিয়েন্সে ৫৫ পয়েন্ট পেলেই সেটিকে দুর্দান্ত সাফল্য বলে ধরা হয়। এয়ারটেল তার চেয়ে বেশি পয়েন্টই অর্জন করেছে। এক্ষেত্রে অন্য সংস্থাগুলির চেয়ে ২.৪ থেকে ৩.৪ পয়েন্ট এগিয়ে এয়ারটেল। ওপেন সিগন্যালের রিপোর্টে বলা হয়েছে, এয়ারটেলে ভিডিও লোডিং সবচেয়ে দ্রুত হয় এবং স্মার্টফোনে ভিডিও স্ট্রিমিং অন্যান্য অপারেটরগুলির তুলনায় তাড়াতাড়ি শুরু হয়ে যায়।



গেম এক্সপিরিয়েন্সে সবার আগে এয়ারটেল

করোনা অতিমারীর জেরে লকডাউনের ফলে মোবাইল ফোনে গেম খেলার প্রবণতা অনেক বেড়ে গিয়েছে। বাকি টেলিকম অপারেটরগুলিকে পিছনে ফেলে এয়ারটেল প্রথমবার ‘গেম এক্সপিরিয়েন্স অ্যাওয়ার্ড’ জিতে নিয়েছে। এই ক্যাটাগরিতে ১০০-র মধ্যে ৫৫.৬ পয়েন্ট পেয়েছে এয়ারটেল। বাকি টেলিকম অপারেটরগুলির তুলনায় অনেকটাই এগিয়ে এয়ারটেল। ওপেন সিগনল্যালের রিপোর্টে বলা হয়েছে, এয়ারটেলের মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে মাল্টিপ্লেয়ার গেম খেলার অভিজ্ঞতা দুর্দান্ত। ইন্টারনেট সার্ভিস ভাল হওয়ায় গেম খেলার সময় কাউকে কোনওরকম সমস্যায় পড়তে হয়নি।



ডাউনলোড স্পিডেও অন্যদের চেয়ে এগিয়ে এয়ারটেল

সবচেয়ে দ্রুত ডাউনলোডের ক্ষেত্রেও অন্যান্য টেলিকম অপারেটরগুলির চেয়ে এগিয়ে এটারটেল। সেই কারণেই ‘ডাউনলোড স্পিড অ্যাওয়ার্ড’ পেয়েছে এয়ারটেল। এয়ারটেল ব্যবহারকারীরা ১০.৪ এমবিপিএস স্পিডে ডাউনলোড করার সুবিধা পান। ওপেন সিগন্যালের রিপোর্ট অনুযায়ী, ডাউনলোড স্পিডে অন্যান্য অপারেটরগুলির চেয়ে ৩.৫ এমবিপিএস এগিয়ে এয়ারটেল।



সবচেয়ে ভাল ভয়েস কলিং এয়ারটেলেই

‘ভয়েস কলিং এক্সিপিরিয়েন্স অ্যাওয়ার্ড’-ও জিতে নিয়েছে এয়ারটেল। ওপেন সিগন্যালের রিপোর্ট অনুযায়ী, ভয়েস কলের ক্ষেত্রে অন্যান্য অপারেটরগুলির চেয়ে এগিয়ে এয়ারটেল। সেই কারণেই ভয়েস কলিং ক্যাটাগরিতে অন্য সংস্থাগুলিকে পিছনে ফেলে দিয়েছে ভারতী এয়ারটেল।

এছাড়া আপলোড স্পিড, ফোর জি কভারেজ এক্সপিরিয়েন্স এবং সিগন্যাল এরিয়ার ক্ষেত্রেও অন্যান্য অপারেটরগুলির চেয়ে এগিয়ে এয়ারটেল।



উকলা এবং অন্যান্য স্পিড টেস্টের চেয়ে কেন আলাদা ওপেন সিগন্যালের রিপোর্ট?

উকলার (Ookla) চেয়ে ওপেন সিগন্যালের স্পিড টেস্ট পদ্ধতি সম্পূর্ণ আলাদা। উকলার পক্ষ থেকে ইন্টারনেট প্রোভাইডার ও ব্যবহারকারীদের সঙ্গে চুক্তির মাধ্যমে ব্যবহারকারীর কাছাকাছি ফিজিক্যাল সার্ভার ইনস্টল করে। এর ফলে উপযুক্ত পরিবেশে সর্বোচ্চ স্পিড পাওয়া যায়। কিন্তু ওপেন সিগন্যালের পক্ষ থেকে কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্কের গ্লোবাল নেটওয়ার্ক ব্যবহার করে। এর ফলে সাধারণ অবস্থায় মোবাইল নেটওয়ার্কে কী স্পিড পাওয়া যায়, সে বিষয়ে তথ্য জানা যায়। তার ফলেই উকলার চেয়ে বেশি স্পিড পাওয়া যায়।