কলকাতা: একবছর ধরে ফুসফুসে আটকে ছিল কলমের ঢাকনা। অবশেষে সফল অস্ত্রোপচার এসএসকেএমে। পরিবার সূত্রে খবর, একবছর ধরে সর্দিকাশিতে ভুগছিল গড়িয়ার বাসিন্দা ১২ বছরের বালক। গতকাল এসএসকেএম হাসপাতালে বহির্বিভাগে দেখানোর পর, সিটি স্ক্যান করা হয়। দেখা যায়, বাঁ দিকের ফুসফুসের ভিতরে আটকে রয়েছে একটি কলমের ঢাকনা। এরপরই ওই বালককে ভর্তি করে নেওয়া হয় হাসপাতালের ইএনটি বিভাগে।


আজ সকালে ব্রঙ্কোস্কোপি অস্ত্রোপচার করে কলমের ঢাকনাটি বের করা হয়। হাসপাতাল সূত্রে খবর, বালকের অবস্থা স্থিতিশীল।