কলকাতা: সল্টলেকের বেসরকারি হাসপাতালে বুধবার অস্ত্রোপচার হল দিলীপ ঘোষের। এদিন সকাল সাড়ে ৮টা নাগাদ বিজেপি রাজ্য সভাপতিকে অস্ত্রোপচারের জন্য নিয়ে যাওয়া হয়। সকাল ৯টা ২০ মিনিটে শুরু হয় অস্ত্রোপচার। চলে বেলা ১২টা পর্যন্ত। অস্ত্রোপচার করে ৬ চিকিৎসকের দল। হাসপাতাল সূত্রে খবর, অস্ত্রোপচার সফল। চিকিৎসক জি আর বিজয় কুমার বলেন, নার্ভে সমস্যা ছিল। মাইক্রো সার্জারি সফল হয়েছে। দিলীপ ঘোষ ভাল আছেন। হাসপাতাল সূত্রে খবর, আগামী ২-৩ দিন পর্বেক্ষণে রাখা হবে বিজেপির রাজ্য সভাপতিকে। ছাড়া পাওয়ার পর বিশ্রাম নিতে হবে বেশ কিছুদিন। দিলীপ ঘোষকে দেখতে এদিন হাসপাতালে যান রাহুল সিংহ। সরস্বতী পুজোর সকালে আচমকা অসুস্থ পড়েন দিলীপ ঘোষ। পায়ের সমস্যার জন্য বিজেপি রাজ্য সভাপতিকে খড়গপুর থেকে কলকাতায় আনা হয়। ভর্তি করা হয় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে।