কলকাতা: পূর্ব ভারতে প্রথমবার হৃদযন্ত্র প্রতিস্থাপনের উদ্যোগ। অপারেশন সফল, দাবি চিকিত্সকদের। উদ্যোগ সফল করতে প্রথমবার আন্তঃরাজ্য করিডর তৈরির সিদ্ধান্তও নেওয়া হয়েছিল।
দুর্ঘটনায় মৃত্যু হয় বেঙ্গালুরুর বাসিন্দা যুবকের। তাঁর ব্রেন ডেথ ঘোষণা করেন চিকিত্সকরা। সিদ্ধান্ত হয়, বেঙ্গালুরু থেকে বিমানে তাঁর হৃদযন্ত্র এনে প্রতিস্থাপন করা হবে ফর্টিস হাসপাতালে চিকিত্সাধীন দিলচাঁদ সিংহর শরীরে।
উড়ানে বিলম্ব হওয়ায়, আজ সকালে ব্যস্ত সময়ে এয়ারপোর্ট থেকে বাইপাসের ধারে ফর্টিস হাসপাতাল পর্যন্ত গ্রিন করিডর তৈরি করে অঙ্গ প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হয়। উদ্যোগ সফল করতে বিধাননগর কমিশনারেট ও কলকাতা পুলিশের যৌথ উদ্যোগে তৈরি হয় গ্রিন করিডর। ১৮ কিলোমিটার রাস্তা মাত্র ২২ মিনিটে পেরিয়ে হাসপাতালে পৌঁছয় হৃদযন্ত্র। শুরু হয় অঙ্গ প্রতিস্থাপনের প্রক্রিয়া। হাসপাতাল সূত্রে খবর, দু ঘণ্টা পর অস্ত্রোপচার সফল হয়।
পূর্ব ভারতে এই প্রথম হৃদযন্ত্র প্রতিস্থাপন অস্ত্রোপচার সফল, বেঙ্গালুরু থেকে অঙ্গ আনা হয় কলকাতায়!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 May 2018 12:38 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -