আদালতের বাইরেই অযোধ্যা-বিতর্কের নিষ্পত্তি হওয়া বাঞ্চনীয়, মত শ্রী শ্রী রবিশঙ্করের
Web Desk, ABP Ananda | 15 Dec 2017 07:00 PM (IST)
কলকাতা: অযোধ্যায় রাম জন্মভূমি-বাবরি মসজিদ বিতর্কের সমাধান আদালতের বাইরে হলেই সবচেয়ে ভাল হবে বলে মন্তব্য করলেন শ্রী শ্রী রবিশঙ্কর। কলকাতায় আর্ট অফ লিভিংয়ের প্রতিষ্ঠাতা বলেছেন, ‘আমি এ বিষয়ে সবপক্ষের সঙ্গে কথা বলছি। দুই সম্প্রদায়ের মানুষকে অবশ্যই কাছাকাছি আসতে হবে। আদালতের বাইরে নিষ্পত্তিই এই সমস্যার সেরা সমাধান। বন্ধুত্বের মাধ্যমে যে সাফল্য অর্জন করা যায়, সেটা কোনওদিনই সংঘাতের মাধ্যমে সম্ভব নয়।’ সম্প্রতি অযোধ্যা বিতর্ক মেটানোর উদ্যোগ নিয়েছেন রবিশঙ্কর। গত মাসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করার পরে তিনি অযোধ্যায় একদিন ছিলেন। বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সমস্যা সমাধানের চেষ্টা করছেন রবিশঙ্কর। কংগ্রেস তাঁর বিরুদ্ধে সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করার অভিযোগ এনেছে। তিনি এই অভিযোগের কোনও জবাব না দিলেও, নিজের মতো কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।